বনী-ইসরাঈলের নবী (কাল্পনিক) |
বনী ইসরাঈলদের (মুসা আ: এর উম্মত) দুই ব্যক্তি পরস্পর বন্ধু ছিল, একজন সাধারণ এবং অপর ব্যক্তি গুনাহগার। সদুদ্দেশ্য সাধনকারী ব্যক্তি গুনাহগার ব্যক্তিকে সর্বদা বলিত, "তুমি উহা হইতে বিরত হও"। সে উত্তরে বলিত, " তুমি আমাকে আমার প্রভুর হাতে ছাড়িয়া দাও"।
এমনকি একদিন সেই সৎ সাধক সেই পাপীকে এমন কোন পাপে লিপ্ত দেখিল, যাহা তাহার কাছে অত্যন্ত মারাত্মক বলিয়া বোধ হইল।
আবার সে বলিল, " তুমি পাপ হইতে বিরত হও।"
তখন সে বলিল, "তুমি আমাকে আমার প্রভুর হাতে ছাড়িয়া দাও, তোমাকে কি আমার উপর দারোগা করিয়া পাঠান হইয়াছে ?"
জবাবে সে বলিল, "আল্লাহর শপথ! আল্লাহ তোমাকে কখনও ক্ষমা করিবেন না এবং তোমাকে জান্নাতে প্রবেশ করাইবেন না।"
অত:পর আল্লাহ তাহাদের নিকট ফেরেশতা পাঠাইলেন, তিনি উভয়ের প্রাণ বাহির করিয়া লইলেন। তারপর এই দুই ব্যক্তি আল্লাহর নিকট একত্রিত হইল। তখন আল্লাহ পাপীকে বলিলেন, "তুমি কি আমার বান্দা হইতে আমার রহমত বাধা দিবার ক্ষমতা রাখ ?"
সে বলিল, "না ; হে আমার প্রভু!"
আল্লাহ বলিলেন (ফেরেশতাদের লক্ষ করিয়া), "তাহাকে দোযখে লইয়া যাও।"
আহমদ ও আবু দাউদ ইহা আবু হুরায়রা (রা)-র সূত্রে বর্ণনা করিয়াছেন। (এই হাদীসটি সামান্য শাব্দিক পার্থক্য সহকারে আহমদ ও আবু দাউদ অন্য সনদেও বর্ণনা করিয়াছেন)
2 comments:
onno jonkey ovishap deya thik noy.
borong sobar jonno doa korar dorker
Post a Comment