যখন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করিলেন, তখন উহা দুলিতে লাগিল। অত:পর তিনি পাহাড়সমূহ পয়দা করিলেন এবং উহাদিগকে যমীনের উপর স্থাপন করিলেন, তারপর পৃথিবী স্থির হইল। তখন ফেরেশতাগণ পাহাড়ের সৃষ্টি দেখিয়া আশ্চার্যান্বিত হইল এবং আরয করিল, " হে প্রভু! আপনার সৃষ্টির ভিতরে এই পাহাড়গুলির চেয়ে বেশি শক্ত কোন বস্তু আছে কি?"
তিনি বলিলেন, " হ্যা, লোহা"।
তখন তাহারা বলিল, " হে প্রভু! আপনার সৃষ্টির ভিতরে লোহার চেয়ে অধিকতর শক্ত কোন বস্তু আছে কি?"
তিনি বলিলেন, " হ্যা, আগুন"।
আবার তাহারা বলিল, " হে প্রভু! আপনার সৃষ্টির ভিতরে আগুনের চেয়ে বেশি শক্ত কোন বস্তু আছে কি?"
তিনি বলিলেন, " হ্যা, পানি"।
তাহারা আবার বলিল, " হে প্রভু! আপনার সৃষ্টির ভিতরে পানির চেয়ে বেশি শক্ত কোন বস্তু আছে কি?"
তিনি বলিলেন, " হ্যা, বাতাস"।
তাহারা বলিল, " হে প্রভু! আপনার সৃষ্টির ভিতরে বাতাসের চেয়ে বেশি শক্ত কোন বস্তু আছে কি?"
তিনি বলিলেন, " হ্যা, তাহা হইল আদম সন্তানের দান, যাহা সে ডান হাতে দান করে এবং বাম হাত হইতে উহা গোপন রাখে"।
আহমদ ও তিরমিযী ইহা আনাস (রা: ) -র সূত্রে সংগ্রহ করিয়াছেন।
1 comments:
sobii allahor kodrot. dhonnobad vai.
Post a Comment