Tuesday, March 15, 2011

অনলাইনে বাংলা লেখার সমাধান!!!!!!! sutonnyMJ থেকে unicode ফন্টে রূপান্তর



আসসালামু আলাইকুম

আমি গতদিন আমার পিসিতে (অনলাইনে) বাংলা লেখার সমস্যার উপর একটি টিউন করেছিলাম

যার বিস্তারিত নিচের লিঙ্কে জানা যাবে :

http://techtunes.com.bd/help-ask/tune-id/56925/

কোন উপায়েই আমার পিসিতে (অনলাইনে) বাংলা লিখতে পারতাম না। পরে সার্চ করতে লাগলাম কিভাবে অনলাইনে বাংলা  লেখা যায়।

পরে এক ভাইয়ের ব্যক্তিগত সাইট থেকে পেয়ে গেলাম অনলাইনে বাংলা লেখার মোক্ষম যন্ত্র। ধন্যবাদ দিয়ে তাকে ছোট করব না। তবে আমি তার কাছে কৃতজ্ঞ।

টেকটিউনারদের সুবিধার্থে পোষ্টটি এখানে উল্লেখ করছি।

এবার আসি আসল কথায় :


এটি হল একটি কনভারটার। যার নাম  avro-converter । যার দ্বারা  আপনি এম এস ওয়াডের .doc/.rtf এ সেভ করা ফাইলটি  avro-converter দিয়ে ইউনিকোডে রুপান্তর করতে পারবেন।
ওয়েবসাইটে একই সাথে বাংলা ও ইংরেজি লেখা দেখার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। ইদানিং ওয়েবসাইট গুলোতে ইউনিকোডের ব্যবহার খুব বেশি দেখা যায়। বিজয় কি-বোর্ডের কি-গুলোতে বাংলা লেখা থাকায় বিজয় সফ্‌টওয়্যার ইনস্টল করে SutonnyMJ ফন্ট নির্বাচন করে খুব সহজেই বাংলা লেখা যায়। কিন্তু অভ্র ইউনিকোডের আলাদা কি-বোর্ড না থাকায় অভ্র ইউনিকোড-এ বাংলা লিখতে মাঝে মধ্যে সমস্যা হয়। যেমন কোন কি চাপলে কি বর্ণ লেখা হবে সেটি অনেক সময় মনে থাকে না। তখন অভ্র কি-বোর্ড layout এর সাহায্য নিতে হবে। কিন্তু আপনি ইচ্ছা করলে খুব সহজেই বিজয় ফন্ট দিয়ে লেখা বাংলাকে অভ্র ইউনিকোডের বাংলা ফন্ট-এ রুপান্তর করতে পারেন। এর জন্য নিচের অপশন

ডাউনলোড
থেকে ২.৪২ মেগাবাইটের একটি সফ্‌টওয়্যার বিনামূল্যে নামিয়ে (ডাউনলোড) ইনস্টল করুন। তারপর সফ্‌টওয়্যারটি রান করলে প্রথম অপশনটি নির্বাচন করুন
পরে পাঁচটি অপশন থেকে তিন নং অপশনটি (.doc/.rtf ফাইল এর ক্ষেত্রে) নির্বাচন করে

Go তে ক্লিক করুন। এখন Add File বাটনে ক্লিক করে আপনি যে .doc/.rtf  ফাইলটি রুপান্তর করতে চান সেটি নির্বাচন করে Convert-G ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। দেখবেন আপনার .doc/.rtf ফাইলটি ইউনিকোড  ফাইল এ রুপান্তরিত হয়েছে এবং লেখার ফন্ট SutonnyMJ থেকে পরিবর্তন হয়ে vrinda ফন্ট হয়েছে।
এইভাবে আপনি বাংলা লিখে tune করতে পারেন বাংলাতে মেইল করতে পারেনএই সুবিধা তাদের জন্য যারা আমার মত অনলাইনে  বাংলা লেখার সমস্যাই পরেছেন
এই সফ্‌টওয়্যারটি দিয়ে আপনি টেক্স ফাইল, মাইক্রোসফ্‌ট ওয়ার্ড, এক্সেল, একসেস ইত্যাদি ফাইল ইউনিকোড এ রুপান্তরিত করতে পারবেন।
কোন ভুল করে থাকলে অবশ্যই জানাবেন
সবাইকে ধন্যবাদ।

0 comments:

Post a Comment

 

© 2009 Islam And Computing । Science without Religion is Lame, Religion without Science is Blind | Design by: Islam And Computing

^Back to Top