Tuesday, March 15, 2011

২০ সেকেন্টে PC চালু !!!!!!!!!!!! কেন হবে না? এর কমও হতে পারে, তবে সেটি আমার জানা নেয়

সবাইকে সালাম জানাই
আসসালামু আলাইকুম
এই সুবিধাটি আপনার মেশিনে সক্রিয় করতে চাইলে নিম্নের পদ্ধতি অনুযায়ী চালিয়ে যান।
১। প্রথমে Start থেকে Run এ ক্লিক করুন । ২। Regedit লিখুন এবং ok করুন। ৩। এখন HKEY_LOACAL_MECHINE\SYSTEM\CurrentControlSet\Control থেকে ContentIndex তে ক্লিক করুন। ৪। Startup Delay টি খুজে বের করুন এবং Double ক্লিক করুন। ৫। এখন Decimal এ ক্লিক করুন। ৬। ভেলু 4800000 এর পরিবর্তে 40000 বসিয়ে দিন। ৭। এখন Registery Editor বন্ধ করে পিসি  Restart নিতে চাইলে, নিতে দিন।
আর হ্যাঁ, কেউ যদি আরো আগে পিসি চালুর নিয়ম জেনে থাকেন তাহলে আমাকে তথ্য জানাবেন।
ধন্যবাদ সবাইকে।
পূর্বে প্রকাশিত এখানে।

0 comments:

Post a Comment

 

© 2009 Islam And Computing । Science without Religion is Lame, Religion without Science is Blind | Design by: Islam And Computing

^Back to Top