Sunday, March 20, 2011

খুব সহেজই ফোল্ডার লক করুন। সফটওয়্যর ছাড়া !!!!!!!!


আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন।
আমার আজেকর ব্লগ হল ফোল্ডার লক নিয়ে।
যদি ফ্রিতে ফোল্ডার লক করতে চান তাহলে নিচের ধাপ অনুসরণ করুন।
[sb]Folder লক করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন:[/sb]

১. আপনার যেকোন ড্রাইেভ একিট ফোল্ডার তৈরী করুন যার নাম দিন (ইচ্ছামত)  abc।
২। এখন Command Prompt খুলুন Start Menu থেকে (Start-Run-cmd)।
৩। টাইপ করেন attrib +s +h C:\abc  এবং enter চাপুন .
৪।এই command আপনার ফোল্ডারকে অদৃশ্য করে ফেলবে  এবং Start/Control Panel/Folder Option/view/Show hidden files and folders এ ক্লিক করা থাকলে দৃশ্যমান হবে না। আপিন চেষ্ঠা করতে পারেন।
৫। এটি দৃশ্যমান করার জন্য পুনরায় cmd তে  type করুন-
attrib -s -h C:\abc

ভাল লাগলে যা করার করবেন।
সবাইকে ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।
collection

0 comments:

Post a Comment

 

© 2009 Islam And Computing । Science without Religion is Lame, Religion without Science is Blind | Design by: Islam And Computing

^Back to Top