আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন।
আমার আজেকর ব্লগ হল ফোল্ডার লক নিয়ে।
যদি ফ্রিতে ফোল্ডার লক করতে চান তাহলে নিচের ধাপ অনুসরণ করুন।
[sb]Folder লক করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন:[/sb]
১. আপনার যেকোন ড্রাইেভ একিট ফোল্ডার তৈরী করুন যার নাম দিন (ইচ্ছামত) abc।
২। এখন Command Prompt খুলুন Start Menu থেকে (Start-Run-cmd)।
৩। টাইপ করেন attrib +s +h C:\abc এবং enter চাপুন .
৪।এই command আপনার ফোল্ডারকে অদৃশ্য করে ফেলবে এবং Start/Control Panel/Folder Option/view/Show hidden files and folders এ ক্লিক করা থাকলে দৃশ্যমান হবে না। আপিন চেষ্ঠা করতে পারেন।
৫। এটি দৃশ্যমান করার জন্য পুনরায় cmd তে type করুন-
attrib -s -h C:\abc
ভাল লাগলে যা করার করবেন।
সবাইকে ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।
collection
0 comments:
Post a Comment