Sunday, August 7, 2011

রমজান উপলক্ষ্যে হুযুর (সা.) এর ভাষণ :



হযরত সালমান ফারসী (রা.) বর্ণনা করেন, 
একদা নবী করীম (সা.) শাবানের শেষ তারিখে আমাদেরকে সম্বোধন করে বলেন, তোমাদের উপরে এমন একটি মাস আগমন করছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ রবকতময় মাস, উক্ত মাসে একটি রাত রয়েছে (শব-ই-ক্বদর) যা হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহ তাআলা উক্ত মাসের রোযা ফরজ করেছেন এবং রাত্রে ক্বিয়াম করাকে (তারাবীহ) সাওয়াবের ইবষয় বানিয়েছেন যে কেউ এই মাসে একটি নফল ইবাদাত করল সে কেমন যেন অন্য মাসে একটি ফরজ আদায় করল, আর যে একটি ফরজ পালন করল সে কেমন যেন অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করল এটি হচ্ছে সবরের মাস আর সবরের বিনিময়ে রয়েছে জান্নাত এই মাস হচ্ছে সহমর্মিতার মাস, এই মাসে মু’মিনের রিযিক বাড়িয়ে দেয়া হয় যে কেউ অন্য কাউকে ইফতার করাবে এটা তার জন্য গোনাহ মাফ এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে রোযাদার ব্যক্তির সাওয়াবের মত পূর্ণ একটি সওয়াব সেও প্রাপ্ত হবে অথচ রোযাদারের সাওয়াব বিন্দুমাত্রও হ্রাস পাবে না

সাহাবায়ে কেরাম আরয করলেন, 
হে আল্লাহর রসুল (সা.)!  আমাদের মধ্যে তো অনেকেরই এমন সামর্থ নেই যে, অন্যকে ইফতার করাবে অর্থা পেট ভরে খাওয়াবে হুযুর (সা.) এরশাদ করলেন, এটা পেট ভরে খাওয়ার উপর নির্ভরশীয় নয় বরং এই সাওয়াব তো সেই ব্যক্তিও প্রাপ্ত হবে, যে একটি খেজুর কিংবা এক ঢোক পানি অথবা এক ঢোক দুধও পান করাবে এটি এমন একটি মাস যার প্রথম ভাগ হচ্ছে রহমত, মধ্যভাগ মাগফিরাত এবং শেষ ভাগে রয়েছে জাহান্নাম থেকে মুক্তি যে ব্যক্তি এই মাসে স্বীয় চারক-নকারের কাজের চাপ কমিয়ে দিবে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিবেন এই মাসে চারটি কাজ বেশী বেশী করে করবে তার মধ্যে দুটি জিনিস হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আর দুটি জিনিস এমন যা ছাড়া তোমাদের কোন গতি নেই প্রথম দুটি জিনিস যদ্বারা তোমরা স্বীয় প্রতি পালককে সন্তুষ্টি করবে, তা হচ্ছে কালিমায়ে তাইয়্যিবা এবং ইসতিগফার বেশী বেশী পড়া, আর অপর দুটি জিনিস হল,  জান্নাতের কামনা এবং জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা যে ব্যক্তি কোন রোযাদারকে পানি পান করাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে আমার হাউজে কাওসার থেকে এমন পানি পার করাবেন যে, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার আর পিপাসা অনুভূত হবে না

(সহীহ ইবনে খুযাইমা, বাইহাকী, তারগীব তারহীব – ২০৩)



0 comments:

Post a Comment

 

© 2009 Islam And Computing । Science without Religion is Lame, Religion without Science is Blind | Design by: Islam And Computing

^Back to Top