
গবেষণার ফল প্রকাশিত হয়েছে আমেরিকান কেমিক্যাল সোসাইটির সভায়।
গবেষকরা জানিয়েছেন, মুরগির পালক, চুল এবং নখের মতো বায়োবর্জ্য থেকে শক্ত এবং রাসায়নিক স্থায়ী প্রোটিন কেরাটিন তৈরি করা যায়। এর সঙ্গে কম্পোজিটস নামের প্লাস্টিক রাসায়নিক মিশিয়ে একে শক্ত এবং হালকা প্লাস্টিকে রূপান্তর করা যায়।
ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা, লিংকন-এর গবেষক ওয়াইকি ওয়াং জানিয়েছেন, মুরগির পালক ব্যবহার করে উৎপন্ন প্লাস্টিক উপাদানের ভর শতকরা ৫০ ভাগ কমে যায়। এর ফলে প্রেট্রোলিয়ামজাতীয় পদার্থ থেকে তৈরি পলিইথিলিন এবং পলিপ্রোপিলিন এর প্রযোজনীয়তা কমে যাবে।
0 comments:
Post a Comment