Monday, March 28, 2011

প্রিমিয়াম এ্যাকাউন্ট!!! ঝামেলামুক্ত ডাউনলোড (শুধু একটি সফটওয়ারের সাহায্যে)

আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন।

বর্তমানে  আমাদের মধ্যে একটা চল শুরু হয়েছে, আমরা টিভি সিরিয়াল, সিনেমা বা কম্পিউটার গেইমস্ ডাউনলোড করি। কেনোনা  বাজারের সিনেমার ডিভিডিগুলিতে কথা কাজের মিল থাকেনা, বেশীরভাগই ভালো কোয়ালিটির হয়না তাছাড়া মূল্যও অনেক বেশি । আর গেইমস্ কিনে আনলে দেখা যায় ভেতরে শত শত ভাইরাস দিয়ে ভরা। তাই অগত্যা ডাউনলোড করতেই হয়। ডাউনলোড করার জন্য আছে দুই রকম প্রযুক্তি -
১  বিট্‌টরেন্ট (Bittorrent) এবং
২ এইচটিটিপি (Http)
আমাদের দেশের ইন্টারনেট থেকে বিট্‌টরেন্টে তুলনামূলক কম গতি  পাওয়া যায় বিধায় আমরা এইচটিটিপি ব্যবহার করি। এখন এইচটিটিপি আবার আরেক ঝামেলা। যারা ফাইলগুলি আমাদের সাথে শেয়ার করে, তারা ফাইল হোস্ট করার জন্য বিভিন্ন সেবা ব্যবহার করে;
যেমন- রেপিডশেয়ার, মেগাআপলোড, নেটলোড, মেগাশেয়ার ইত্যাদী।
4756328917 2bb4b5542c প্রিমিয়াম এ্যাকাউন্ট!!! ঝামেলামুক্ত ডাউনলোড (শুধু একটি সফটওয়ারের সাহায্যে) | Techtunes
এখন এই সেবাগুলি ব্যবহার করার আবার কিছু সমস্যা আছে। আপনি যদি টাকা দিয়ে একাউন্ট না করেন, তাহলে এক আইপি থেকে একের বেশী ডাউলোড করতে গেলে বাঁধা দিবে। আবার আপনি যদি একটি আইপি শেয়ার করেন (যেমন: আপনার অফিসে বা গ্রামীণফোন ইন্টারনেটে বা পাড়ার ছোটো আইএসপিতে), তাহলেও বলবে আপনি বর্তমানে একটি ডাউনলোড করছেন এবং সেটি শেষ না হওয়া পর্যন্ত আপনি আরেকটি ডাউনলোড করতে পারবেন না। অথচ আপনি ডাউনলোড করছেন না।
এরকম সমস্যা থেকে বাঁচতে আমরা ড়্যাপিডশেয়ার বা মেগাআপলোডের একাউন্ট কিনে ব্যবহার করি। সেটারও সমস্যা আছে। আমি ড়্যাপিডশেয়ার কিনলাম, কিন্তু যে ফাইলটা ডাউনলোড করতে চাচ্ছি সেটা নেটলোডে দেয়া আছে। এই সব ঝামেলার সমাধান নিয়ে মিপোনি ডাউনলোড ম্যানেজার নামের একটি সমাধান এসেছে। এটা ব্যবহারের জন্য আপনার কম্পিউটারে শুধু ডটনেট ফ্রেমওয়ার্ক ২ ইনস্টল করা থাকতে হবে, অন্যথাই সবই ব্রিথা।
লিঙ্কগুলি ধরিয়ে দিলে ক্যপচা ভেরিফিকেশন থেকে শুরু করে সবকিছু মিপোনি নিজে নিজে করবে । আপনি শুধু বসে বসে মজা  দেখবেন!
তাহলে আর টাকা দিয়ে রেপিডশেয়ার ব্যবহার করার দরকার কি, মিপোনি দিয়ে কাজ সারলেই হয়। icon smile প্রিমিয়াম এ্যাকাউন্ট!!! ঝামেলামুক্ত ডাউনলোড (শুধু একটি সফটওয়ারের সাহায্যে) | Techtunes
আমি বলছিনা আসুন আমরা পাইরেসি করি, বা পাইরেডেট জিনিস ব্যবহার করি, কিন্তু এ ছাড়া আমাদের উপায় আপাতত নেই। আমি হলে গিয়ে সিনেমা দেখতে পছন্দ করি, কিন্তু কয়টা হলে হলিউডের সিনেমা দেখানো হয়! আমি একটা এক্সবক্সের গেইমস্ কিনে খেলতে চাই, কোথায় পাবো অরিজিনাল গেইমস্? তো কি আর করা। আমার সাথে একমত হলে মতামত দিবেন।
আসা করি ভাল লেগেছে।
আর সমস্যা হলে অবশ্যই জানাবেন মন্তব্বের ঘরে।
ধন্যবাদ পরিদর্শনকারীদের।
collection from here

0 comments:

Post a Comment

 

© 2009 Islam And Computing । Science without Religion is Lame, Religion without Science is Blind | Design by: Islam And Computing

^Back to Top