Thursday, April 7, 2011

কুরআন এবং আধুনিক বিজ্ঞান By ডা.জাকির নায়েক

ভূমিকা

*প্রথিবী নামক এই গ্রহে মানুষের পদার্পর্ণের সময় থেকে, মানুষ সব সময় প্রকৃতিকে জানতে চেষ্টা করেছে, সৃষ্টি পরিকল্পনায় তার অবস'ান, এমনকি তার উদ্দেশ্য-লক্ষ্য সম্পর্কেও। সত্যের এই অন্বেষণের লক্ষ্যে সে অতিক্রম করেছে বহু শতাব্দীর পর শতাব্দী এবং বহু সভ্যতা, প্রতিষ্ঠিত ধর্মব্যবস'া মানব জীবনকে নির্দিষ্ট পথে পরিচালনা করেছে এবং ঐতিহাসিক পদযাত্রা প্রসারিত করার ক্ষেত্রে তাকে বদ্ধমূল করেছে। যখন গ্রন' সর্বস্ব কিছু ধর্ম তার অনুসারীদের দ্বারা ঐশ্বরিক প্রেরণা দারি করেছে, তখন অন্যরা একান-ভাবে মানব অভিজ্ঞতার উপরে নির্ভর করতে চেষ্টা করছে।
ইসলামী বিশ্বাসের প্রধান উৎস মহাগ্রন' আল-কুরআন। সম্পূর্ণরূপে ঐশ্বরিক গ্রন' হিসেবে এটি মুসলমানদের দ্বারা বিশ্বাস স্থাপিত ও প্রমাণিত একটি পূর্ণাঙ্গ গ্রন্থ। মুসলমানরা এটাও বিশ্বাস করে যে, এতে রয়েছে সকল মানুষের জন্য সুস্পষ্ট পথ-নির্দেশনা। কুরআনের বার্তা যেহেতু সর্বসময়ের জন্য প্রযোজ্য ও বিশ্বস্থ, এ কারণে তা সর্বযুগের জন্য গ্রহণীয়। কুরআন কি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ?  আমি এই বইতে প্রতিষ্ঠিত এবং প্রমাণিত বৈজ্ঞানিক গবেষণা এবং আবিস্কারক এক বাস-ব পর্যবেষ্কণ উপস'াপন করছি।
বিশ্ব সভ্যতার ইতিহাসে একটা সময় ছিল, যখন অলৌকিক ঘটনাবলি অথবা যেগুলোকে অলৌকিক বলে মনে হতো, তা মানবীয় যুক্তি-তর্কের উর্ধ্বে ছিল। কিন' আমরা কিভাবে অলৌকিক নামক বিষয়টির ব্যাখ্যা করতে পারি ?  অলৌকিক হলো সেই বিষয়, যা মানব জীবনের সাধারণ কারণ ছাড়াই সংঘটিত হয় এবং যার পিছনে মানুষের কোনো ব্যাখ্যা নেই।
কোনো বিষয়কে অলৌকিক মেনে নেওয়ার আগে অবশ্যই আমাদের সজাগ থাকতে হবে। মুম্বাইয়ে ‘দা টাইমস অব ইন্ডিয়া’ পত্রিকার একটি আর্টিকেল ১৯৯৩ সালে সংবাদ মুদ্রিত হয়েছিল যে, ‘বাবা পাইলট’ নামে এক সন্ন্যাসী পরপর তিন দিন তিনরাত একটি ট্যাঙ্কের পানিতে বিরতিহীনভাবে ডুবে ছিলেন বলে দাবি করেছেন।
কিন্তু যখন রিপোর্টাররা- তিনি যে ট্যাঙ্কে এই দু:সাহসিক অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন বলে দাবি করেছিলেন, সেই পানির ট্যাঙ্কটির তলা পরীক্ষা করতে চাইলেন তিনি তাদেরকে তা করতে দেননি।
পক্ষান্তরে, তিনি এই যুক্তি দেখিয়ে প্রশ্ন করেছিলেন, যে মা সন্তানের জন্ম দেন, কেউ একজন কিভাবে সেই মায়ের জরায়ু পরীক্ষা করবে। ‘বাবা’ কিছু জিনিস গোপন করেছিলেন। এটা ছিল জনপ্রিয়তা অর্জন করার একটি কৌশলমাত্র। যুক্তিপূর্ণ চিন্তাভাবনার কণামাত্রও এতে আছে এমন বলা যায় না। কোনো মানুষই এই ধরণের অলৌকিক ঘটনাকে মেনে নিতে পারেন না। কিন্তু ভ্রান্ত অলৌকিক ঘটনাবলিই যদি ঐশীকতার নিদর্শন হতো, তাহলে বিশ্বখ্যাত জাদুকর পি.সি. সরকার- যিনি তার অসাধারণ ম্যাজিকের কৌশল ও বিভ্যমের জন্য সুখ্যাত, তাকে মেনে নিতে বাধ্য হতাম যে তিনি শ্রেষ্ঠ ঈশ্বরপুত্র ছিলেন।
ঐশী উৎসের দাবি করে প্রকৃত পক্ষে ‘কুরআন’ নিজের অলৌকিকতার দাবি উথাপন করেছে। কিছু কিছু দাবি যে কোনো যুগে সেই যুগের মাপকাঠিতে সহজেই প্রমাণ করা যায়। মুসলমানগণ বিশ্বাস করেন যে, কুরআন হলো আল্লাহর সর্বশেষ এবং চূড়ান্ত প্রত্যাদেশ বা ঐশী বাণী, এটি হলো মানব জাতির প্রতি অনুকম্পাস্বরূপ সমস্ত অলৌকিক গ্রন্থসমূহের সধ্যে শ্রেষ্ঠ অলৌকিক গ্রন্থ। সুতরাং এখানে আমরা সর্ব প্রথম এই বিশ্বাসের সত্যাসত্য অনুসন্ধান করব।

0 comments:

Post a Comment

 

© 2009 Islam And Computing । Science without Religion is Lame, Religion without Science is Blind | Design by: Islam And Computing

^Back to Top