মহান ও পরাক্রমশালী আল্লাহ বলেন,
"হে আদম সন্তান! তুমি আমার নিকট আসিবার জন্য দাঁড়াও, যেন আমি তোমার নিকট আসিবার জন্য হাঁটিতে শুরু করি। আর তুমি আমার নিকট আসিবার জন্য হাঁটো যেন আমি তোমার নিকট তাড়াতাড়ি আসিতে পারি। হে আদম সন্তান! যদি তুমি আমার এক বিঘত নিকটবর্তী হও, তবে আমি তোমার একহাত নিকটবর্তী হই, আর তুমি যদি আমার দিকে একহাত পরিমাণ আগাইয়া আস, আমি তোমার দিকে একগজ আগাইয়া আসি। হে আদমের সন্তান!তুমি যখন মনে মনে কোন ভাল কাজ করিবার কথা বল, কিন্তু তখনও উহা তুমি কর নাই, আমি তোমার স্বপক্ষে একটি সওয়াব লিখি। আর যখন তুমি উহা করিয়া ফেল, তখন উহার বদলে আমি তোমার জন্য দশি সওয়াব লিখি। যখন তুমি কোন গুনাহ করিবার ইচ্ছা পোষণ কর, তারপর আমার তোমাকে উহা হইতে বিরত রাখে, তখন আমি উহার বদলে তোমার জন্য একটি সওয়াব লিখি। আর যখন উহা কার্যে পরিণত কর, আমি উহার বদলে তোমার জন্য একটি গুনাহ লিখি।"
হাকেম ইহা আবূ যর (রা)-র সূত্রে বর্ণনা করিয়াছেন।
হাকেম ইহা আবূ যর (রা)-র সূত্রে বর্ণনা করিয়াছেন।
0 comments:
Post a Comment