বিভিন্ন উপায়ে বাংলা লিখা যায়:
২) যেকোন ওয়েবসাইটে সরাসরি বাংলা টাইপ করার জন্য একটা ইউজার-স্ক্রিপ্ট, যেটা আপনার ব্রাউজারে ইনস্টল করলে সরাসরি যেকোন সাইটে বাংলা লিখতে পারবেন। অতিরিক্ত কোন সফ্টওয়ার, যেমন অভ্র বা অনুরূপ কিছুর দরকার হবে না! যারা অভ্র ব্যবহার করেন না, তাদের জন্য এই প্লাগইন টা খুবই উপকারী হতে পারে।
কোন কোন ব্রাউজারে এড-অন টা চলবে?
আপাতত: শুধু মজিলা ফায়ারফক্সে। কোন একটা সমস্যার জন্য গুগল ক্রমে চলছে না, তবে আশা করি ওটা ঠিক করে ফেলতে পারবো, কিছুদিনের মধ্যে।কিভাবে ইনস্টল করব?
মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা:প্রথমে আপনি একটা কাজ করুন ..... এখানে ক্লিক করে গ্রেস মাংকি মজিলা প্লাগিংস টা সেটাপ করে নিন আপনার মজিলা খালার এ্যাডঅনস এ , এইবার আপনার মজিলা খালা কে রিস্ট্রাট দিয়ে নিন
আর একটা স্ক্রিপ্ট যোগ করতে হবে আপনেকে বাংলা লিখতে এখানে ক্লিক করে বাংলা সোর্সফ্রগ থেকে স্ক্রিপ্ট টা ইনস্টল করে নিন, তাহলেই সমাধান ,
কিভাবে বাংলা লিখব?
যেকোন ওয়েবসাইটে গিয়ে টেক্সটবক্সের ক্লিক করে control + m চাপুন। এরপর সরাসরি ফোনেটিক লে-আউট ব্যবহার করে বাংলা লেখা শুরু করে দিন! এতই সহজ।কেন ctrl + m চাপতে হবে? এতক্ষণে হয়তো বুঝে ফেলেছেন, এটা ইংরেজি – বাংলা সুইচিং কি, মানে বাংলা থেকে ইংরেজিতে ফেরত যেতে হলে আবার কন্ট্রোল + m চাপতে হবে!
কোন কোন সাইট সাপোর্ট করে?
প্রায় ৯৫% সাইটই সাপোর্টেড। তবে……যেসব সাইট তাদের টেক্সটবক্সের জন্য নিজেদের ইভেন্ট হ্যান্ডেলার রেখে দিয়েছে সেগুলোতে এটি চলবে না। যেমন, গুগলের অনেক গুলো সার্ভিসই নিজেদের হ্যান্ডেলার ব্যবহার করে, সেগুলোতে চলবে না। তবে ওয়ার্ডপ্রেস সহ অনেক সাইটেই ঠিকমত চলবে!



0 comments:
Post a Comment