শয়তান বলিল, "হে আমার প্রভু! তোমার ইজ্জতের শপথ, আমি নিশ্চয়ই তোমার বান্দাদিগকে পথভ্রষ্ট করিতে থাকিব যতক্ষণ তাহাদের দেহে প্রাণ বিদ্যামান থাকে।" তৎপর, পাক পরোয়ারদিগার বলিলেন, "আমার ইজ্জত ও মহত্ত্বের শপথ, আমি তাহাদিগকে ক্ষমা করিতে থাকিব যে পর্যন্ত তাহারা আমার নিকট ক্ষমা প্রার্থনা করিতে থাকে।"
আহমদ ইহা আবু সাঈদ (রা:)-র সূত্রে বর্ণনা করিয়াছেন।
আহমদ ইহা আবু সাঈদ (রা:)-র সূত্রে বর্ণনা করিয়াছেন।
 



 
 
0 comments:
Post a Comment