
মহত্ত্ব ও কল্যাণের উৎস আল্লাহ বলিয়াছেন, "হে আমার বান্দাগণ!আমি আমার জন্য যুলুম হারাম করিয়াছি এবার উহা তোমাদের জন্যও হারাম করিয়াছি। অতএব, তোমরাও এক অন্যের উপর যুলুম করিও না। হে আমার বান্দাগণ! তোমরা সকলেই ভ্রষ্ট; শুধু সেই ব্যক্তি ছাড়া, যাহাকে আমি পথ দেখাইয়াছি। অতঃপর তোমরা আমার নিকট সৎপথ প্রার্থনা কর, আমি তোমাদিগকে পথ দেখাইব। হে আমার বান্দাগণ! তোমাদের প্রত্যেকেই ক্ষুধার্ত;শুধু সেই ব্যক্তি ছাড়া যাহাকে আমি খাওয়াইয়াছি। অতঃপর তোমরা আমার নিকট খাদ্য প্রার্থনা কর, আমি তোমাদিগকে খাওয়াইব। হে আমার বান্দাগণ! তোমাদের প্রত্যেকেই উলঙ্গ;শুধু সেই ব্যক্তি ছাড়া যাহাকে আমি কাপড় পরিধান করাই। অতঃপর তোমরা আমার নিকট কস্ত্র প্রার্থনা কর, আমি তোমাদিগকে বস্ত্র দান করিব। হে আমার বান্দাগণ! নিশ্চয়ই তোমরা রাতদিন গুনাহ করিয়া থাক,আর আমি যাবতীয় গুনাহ মাফ করিতে থাকি। অতএব, তোমরা আমার নিকটক্ষমা প্রার্থনা করিতে থাক, আমি তোমাদিগকে ক্ষমা করিব। হে আমার বান্দাগণ! আমার ক্ষতি করিবে এমন ক্ষমতা তোমাদের নাই এবং আমার উপকার করার ক্ষমতাও তোমাদের নাই। হে আমার বান্দাগণ! যদি তোমাদের পূর্ববর্তী এবং পরবর্তী সকল মানব ও জিন তোমাদের মধ্যকার সর্বশ্রেষ্ঠ ধর্মনিষ্ঠ লোকটির অন্তরের ন্যায় অন্তরবিশিষ্ট হইয়া যায় তাহাতেও আমার রাজ্যের কিছূমাত্র শ্রীবৃদ্ধি হইবে না। হে আমার বান্দাগণ! যদি তোমাদের পূর্ববর্তী এবং পরবর্তী সকল মানব ও জিন তোমাদের মধ্যকার সর্বশ্রেষ্ঠ গোনাহগার ব্যক্তির অন্তরের ন্যায় অন্তরবিশিষ্ট হইয়া যায় তাহাতেও আমার রাজ্যের কিছূমাত্র হ্রাসপ্রাপ্ত হইবে না। হে আমার বান্দাগণ! যদি তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী,তোমরা মানব ও জিন সকলে একস্থানে সমবেত হও এবং আমার নিকট নিজ নিজ প্রয়োজন ভিক্ষা কর এবং আমি প্রত্যেকের কাম্য পরিমাণ দান করি, তাহাতেও আমার নিকট যাহা আছে তাহা হইতে কিছুই কমিবে না; বরং যে পরিমাণ ঘাটতি একটি সুচ সমুদ্রে ডুবাইয়া উহা উঠাইলে বাকি থাকে ততটুকু ব্যতীত। হে আমার বান্দাগণ! নিশ্চয়ই ইহা তোমাদের আমল যাহা আমি তোমাদের জন্য হিসাব করিয়া রাখি। আর আমি তোমাদিগকে উহার প্রতিদান পূর্ণমাত্রায় দিব। অতঃপর যে ব্যক্তি প্রতিদানের ফলে উহা প্রাপ্ত হয় তাহার উচিত সে যেন আল্লাহর প্রশংসা করে। আর যে ব্যক্তি উহার ব্যতিক্রম পায়, সে যেন তাহার নিজেকে ব্যতীত অন্য কাহাকেও অভিশাপ না দেয়।"
মুসলিম ও আবি উয়ায়না ইহা আবুযর (রাঃ)-র সূত্রে বর্ণনা করিয়াছেন।
 




 
 
0 comments:
Post a Comment