আসসালামু আলাইকুম। আশা করি পরম করুণাময় আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
ব্লগে, ফোরামে কিংবা বিভিন্ন উপযুক্ত স্থানে মাঝে মধ্যে আমরা .zip file শেয়ার করে থাকি। মনে করুন, আপনি অনলাইন থেকে একটি জিপ ফাইল ডাওনলোড করবেন যার ভেতরের একটি ফাইলই শুধু আপনার দরকার, বাকী ফাইলগুলো দরকার নেই। কিন্তু পুরো ফাইলটিই আপনার ডাউনলোড করে নামাতে হবে। তারপর আপনার কম্পিউটারে winzip নামে একটি সফটওয়্যার থাকতে হবে। যা না থাকলেই নয়। অর্থাৎ নামানো ফাইলটিকে winzip দ্বারা open করতে হবে। অনেকেই হয়ত: আছেন winzip সফটওয়্যারের নামই শুনেননি, জানা থাকলেও ঐ সময় সফটওয়্যার নাও থাকতে পারে যার কারণে হয়ত: বেচারার মেজাজ খারাপ হয়ে যেতে পারে। তাদের জন্য আমার আজকের টিউন।আবার হয়ত: আপনি যখন অন্যের কম্পিউটারে কাজ করবেন তখন সেখানে জিপ ফাইল খোলার সফটওয়্যার নাও থাকতে পারে। ইন্টারনেট কানেক্ট নাও থাকতে পারে যে সফটওয়্যারটি ডাউনলোড করে নামিয়ে ফেলবেন। তখন যদি দরকারী কোন জিপ ফাইল খোলার দরকার পড়ে তাহলে কি করবেন ? সেক্ষেত্রে এই টিপসটি সবারই লাগতে পারে।
তাহলে টিপসটি একবার দেখে নেয়া যাক :
Start থেকে Run এ ক্লিক করুন। নিচের লেখাটি কপি করে পেষ্ট করে দিন।regsvr32 /u zipfldr.dll
এবং enter press করুন।
তাহলে 'DllunregisterServer in zipflder.dll succeeded' বার্তাটি দেখাবে।
অর্থাৎ প্রসেসটি আপনার মেশিনে ইনষ্টল হয়ে গেছে।
এখন আপনি আপনার .zip folder এ ডাবল ক্লিক করুন। তারপর দেখুন কাজ হয়ে গেছে।
ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফেজ।
0 comments:
Post a Comment