Saturday, April 23, 2011

Internet browse without Net connection!!!

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।

আপনি যদি আপনার পছন্দের ওয়েবসাইট যেমন টেকটিউনস বা অন্য কোন সাইট বা ব্লগকে ইণ্টারনেট ছাড়াই খুব সহযে এবং স্পিডে (যেমন আপনার পিসির যেকোন ফোল্ডারে ক্লিক করলে যেভাবে ওপেন হয় ঠিক সেভাবে) ব্রাউজ করতে পারেন তবে কেমন হয়। হা, এটা সম্বভ হবে HTTrack নামের এই সফটওয়্যারটির মাধ্যমে, এটি একটি ওয়েব সাইট কপিয়ার। অর্থা এর কাজ হল, একটি ওয়েব সাইটকে পুরোপুরি কপি করে ফেলা। এর মাধ্যমে আপনি যে কোন ওয়েব সাইটকে সহযেই কপি করতে পারবেন অফলাইনে (যখন নেটের কানেকশন থাকে না।) দেখার জন্য।

সুবিধা :


এটি আপনার পছন্দের ওয়েবসাইটগুলি থেকে Html, Image ও অনান্য লিঙ্কগুলিকে ডাউনলোড করে আপনার লোকাল কম্পিউটারে।যার মাধ্যমে ওয়েবসাইট গুলিকে আপনি সহযে এবং স্পিডে ব্রাউজ করতে পারবেন অফলাইনে। সাইটের প্রত্যেকটা সদস্যদের আলাদা ফোল্ডার তৈরী করে দিবে এই সফটওয়্যার যদি সাইটে সদস্য লিপিবদ্ধ থাকে যেমন টেকটিউনস শুধু তাই নয় এর মাধ্যমে আপনি সাইটগুলিকে আগে বা পরে ডাউনলোড করার জন্য সাজিয়ে রাখতে পারবেন এবং ডাউনলোডকে রিসিউম করতে পারবে।
শুধু তাই নয় যারা Pre Paid Modem ব্যবহার করেন তাদের জন্য এটি বেশ কাজের হতে পারে। কারণ একটি সাইট ডাউনলোড করে রাখলেই হয়। পরবর্তীতে কানেকশন ছাড়া ডাউনলোডকৃত সাইটটি ইচ্ছামত ব্রাউজ করা যায়।
একটি সাইটের অর্ধেক ডাউনলোড করার পর যদি কানেকশন ডিসমিস/লোডশেডিং ইত্যাদি হয়ে যায় তাহলে পরবর্তীতে ডাউনলোডের সময় বাকী অর্ধেক হবে Automatically

অসুবিধা :


কোন ডাইনামিক সাইট ডাউনলোড করতে যাবেন না! কারণ তাতে লাভের চেয়ে লস এর ভাগটাই বেশি হবে  :) । কারন ডাইনামিক সাইটের তথ্যগুলো পেজ আকারে থাকে না। সব তথ্য ডেটাবেজে থাকে। যখনি আপনি কোন লিংক ক্লিক করেন সার্ভার আপনাকে সেই লিংকটা পেজ আকারে দেখায়। ফলে সারাদিন সময় খরচ করে ডাউনলোড করতে থাকবেন কিন্তু দিন শেষে দেখবেন ফলাফল শুন্য। ঠিক শুন্য না :)  মাইনাস! আপনার টাকা নস্ট হোস্টিং সার্ভারের ব্যান্ডইউথ নষ্ট(ভাগ্য খারাপ হলে ওই সার্ভারে আপনার আইপি ব্যান)। তাই এই সফটওয়্যারটি শুধুমাত্র স্ট্যাটিক সাইটগুলতে ব্যবহার করবেন। যেখানে তথ্যগুলো পেজ আকারে থাকে।

কাজের বর্ণনা :


3.45 মেগা. সফটওয়্যারটি এখান (Hotfile link) থেকে ডাউনলোড করে নিন। অপেক্ষামান সময়/ক্যাপচা পরিহার করার জন্য আমার টিউনটি দেখতে পারেন। সফটওয়্যারটি ডাউনলোড করে ইনষ্টল করুন। রান করান। এবং নিচের চিত্র অনুযায়ী কাজ করে যান।





৪নং চিত্রের জন্য- ok করার পর ৩নং চিত্রের Next বাটন ক্লিক করুন।

finish বাটন ক্লিক করলেই আপনার কাঙ্খিত সাইটের সবকিছু ডাউনলোড হতে থাকবে। ডাউনলোড হওয়ার পর আপনাকে complete এর message দেখাবে। উপরের চিত্র অনুযায়ী যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে ক্লিক করে আমার রেকর্ডকৃত ভিডিওটি youtube  থেকে দেখতে পারেন। বিস্তারিত দেখতে পাবেন। মাত্র ৩ মিনিট।
এবার আপনি সাইটটি যে প্রজেক্ট নামে যেখানে সেভ করেছেন সেখানে যান এবং ফাইলটি ওপেন করুন। এবং index.html নামে যে ফাইলটি থাকবে সেটি ডাবল ক্লিক করে ভিসিট করুন এবং উপভোগ করুন আপনার প্রিয় সাইটটি।  আর হ্যাঁ,  তার আগে আপনার নেট কানেকশন Disable করে দিতে পারেন।

0 comments:

Post a Comment

 

© 2009 Islam And Computing । Science without Religion is Lame, Religion without Science is Blind | Design by: Islam And Computing

^Back to Top