Alexa কি ?
আশা করি Alexa কি তা নতুন করে বলার দরকার নেই। যাদের অজানা তাদের জন্য শর্ট করে বলছি, Alexa এমন একটি সাইট যে সাইটের মাধ্যমে বিভিন্ন সাইটের তথ্যবলী গবেষণা করে। অর্থা অন্য সকল ওয়েব সাইটের গবেষণাকারী সাইট হল Alexa। একটি সাইটের জনপ্রিয়তা, ট্রাফিক র্যাকিং ইত্যাদি জানা যায় Alexa র মাধ্যমে। বিস্তারিত এখানে
টিউনার পেজের সাথে আমি আছি প্রায় ৪-৫ মাসের মত। টেকটিউনসেও আমি আছি প্রায় আধা বছর। কিন্তু তথ্য প্রযুক্তি সংক্রান্ত সাইটের মধ্যে আমার টিউনার পেজকে অনেক ভাল লেগেছে। এর মডুরাও বেশ অমায়িক তাদের সদস্যদের মাঝে। আমাদের জন্য অনেক কিছু করেছে।
কিন্তু এত কিছু করার পরও আমরা টিউনার পেজের জন্য কি কিছুই করতে পারব না ? এটা আমাদের জন্য দু:খ ও লজ্জার বিষয় নয় কি ? টিউনার পেজকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদেরই। বন্ধুদের সাথে শেয়ার করার মাধ্যমে, টিউনার পেজকে নিয়ে ব্লগে, ফোরামে ইত্যাদিতে আর্টিকেল লিখার মাধ্যমে টিউনার পেজের আগমন আরও শুভ করা যায়। যে যেভাবে পারেন।
যাই হোক, যে Alexa নিয়ে প্রথমে বলেছিলাম সেই Alexa তে শুধু বাংলাদেশের মধ্যে টিউনার পেজের র্যাঙ্ক হল 337 এবং সারা বিশ্বের মধ্যে আছে 94,785 নং সিরিয়ালে ।
বিকালের দিকে পুদিনা পাতা ভাইয়ের ফেসবুকে একটি পোষ্ট দেখে অবাক হলাম। নিচে দেখেন :
তারপর আমি Alexa তে প্রবেশ করে দেখলাম নিচের অবস্থা।
টিউনার পেজের হোমপেজ : http://www.tunerpage.com/
বিকালের দিকে পুদিনা পাতা ভাইয়ের ফেসবুকে একটি পোষ্ট দেখে অবাক হলাম। নিচে দেখেন :
তারপর আমি Alexa তে প্রবেশ করে দেখলাম নিচের অবস্থা।
টিউনার পেজের হোমপেজ : http://www.tunerpage.com/
0 comments:
Post a Comment