অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ৭ এখন ধীরে ধীরে বেশ ভাল জনপ্রিয়তা পাচ্ছে। উইন্ডোজ এক্সপি এর পর মাইক্রোসফট বাজারে ছাড়ে উইন্ডোজ ভিসতা। কিন্তু ভিসতায় মূলত সিকিউরিটি জনিত ত্রুটিসহ আরও বিভিন্ন রকম সমস্যা থাকায় সেটা ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষন করতে ততটা সক্ষম হয়নি। ফলশ্রুতিতে ভিসতার জনপ্রিয়তা এক্সপিকে ছাড়িয়ে যেতে পারেনি।
এরপর মাইক্রোসফট বাজারে ছাড়ে উইন্ডোজ ৭। এটি অনেকটা ভিসতার মত হলেও এতে যোগ করা হয় অসংখ্য নতুন নতুন ফিচারস এবং অপশনস। বিভিন্ন দিক থেকে আনা হয় ভিন্নতা। ভিসতার নিরাপত্তা জনিত সমস্যাগুলোরই মূলত সমাধান করার চেষ্টা করা হয় এখানে। এবং খুশির খবর হল মাইক্রোসফট সেটা মোটামোটি ভালভাবেই করতে সক্ষম হয়।
উইন্ডোজ ৭ ব্যবহার করতে হলে সেটাকে অ্যাক্টিভেট করতে হয়। যেহেতু আমরা অরিজিনাল উইন্ডোজ ব্যবহার করতে পারিনা সেহেতু ব্যবহার করতে হয় পাইরেটেড। আজকাল বাজারে পাইরেটেড উইন্ডোজ ৭ এর ডিভিডি অহরহ পাওয়া যায়। সেগুলোর অনেকগুলোই হচ্ছে প্রি-ক্র্যাকড। অর্থাৎ এসব ভার্সন ইন্সটল করতে কোন রকম সিডি-কি প্রয়োজন হয়না। অটোমেটিক ইন্সটল এবং অ্যাক্টিভেটেড অবস্থায় উইন্ডোজ রান করে।
কিন্তু যারা যারা অ্যাক্টিভেশন নিয়ে প্রব্লেমে আছেন তাদের জন্য একটি সহজ উইন্ডোজ এক্টিভেশন সিস্টেম নিয়েই এই পোস্ট।
অ্যাক্টিভেশনের ধাপসমূহ:
১. প্রথমেই আপনার উইন্ডোজের অ্যাক্টিভেশন স্ট্যাটাস চেক করে নিন
Go to : Control Panel>System
যদি আপনার উইন্ডোজ এখনও অ্যাক্টিভেটেড না হয়ে থাকে তবে নিচের মত উইন্ডো পাবেন:
এখান থেকে আপনার উইন্ডোজের অ্যাক্টিভেশন স্ট্যাটাস দেখতে পাবেন। আপনার হাতে অ্যাক্টিভেশনের জন্য আর কতদিন সময় বাকি আছে সে সম্পর্কেও তথ্য পাবেন।
২. এখানে আলতো করে খোঁচা মারুন
টরেন্টটা প্রথমে হার্ডডিস্কের কোথাও সেভ করুন। এরপর ডাউনলোড করুন।
টরেন্ট ডাউনলোড করতে সমস্যা হলে বা টরেন্ট সম্পর্কে আইডিয়া না থাকলে এখানে আলতো করে খোঁচা মারুন
৩. ডাউনলোড শেষ হলে windows 7 ফোল্ডারে প্রবেশ করুন। এরপর crack ফোল্ডারে প্রবেশ করুন।
৪. এরপর ভেতরে নিচের মত ফাইল এবং ফোল্ডার দেখতে পাবেন। সেখান থেকে Windows 7 Loader ফাইলটাতে ডাবল ক্লিক করুন।
এরপর এরকম একটা উইন্ডো আসবে:
এখান থেকে জাস্ট install বাটনে চাপ দিন।
৫. কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর সিস্টেম রিস্টার্টের একটা ম্যাসেজ আসবে। সেখানে থেকে ওকে করুন। তাহলে সিস্টেম রিস্টার্ট হবে আপনা থেকেই।
৬. এরপর পুনরায় এক নম্বর ধাপের মত করে কন্ট্রোল প্যানেল থেকে সিস্টেমে যান এবং পুনরায় অ্যাক্টিভেশন স্ট্যাটাস চেক করুন।
৭. এবার অ্যাক্টিভেট হলে নিচের মত উইন্ডো পাবেন:
৮. এনজয় করুন অ্যাক্টিভেটেড উইন্ডোজ সারা জীবনের জন্য!!!!
এটি পূর্বে প্রকাশিত হযেছিল



0 comments:
Post a Comment