Thursday, February 10, 2011

সফটওয়্যার ছাড়া ফোল্ডারের পাসওয়ার্ড

সফটওয়্যার ছাড়াও ফোল্ডারের password দেয়া যায়। সেজন্য যে ফোল্ডারটির password দিতে চা সেই ফোল্ডারের উপর মাইস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করে send to অপশনের compressed (zipper) folder -এ ক্লিক করুন। ফলে ফোল্ডারটি zip folder - এ রুপান্তরিত হবে। এখন ঐ zip folder -এ মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করি এবং open with অপশনের compressed (zipper) folder -এ ক্লিক করি। এখন নতুন যে উইনডোটি আসবে সেখানে যে কোনো খালি জায়গায় মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করে add a password -এ ক্লিক করতে হবে এবং password ও confirm password -এ একই password দিয়ে OK করতে হবে। তারপর ফোল্ডার খুলে দেখুন আপনার password হয়ে গেছে।

0 comments:

Post a Comment

 

© 2009 Islam And Computing । Science without Religion is Lame, Religion without Science is Blind | Design by: Islam And Computing

^Back to Top