Saturday, February 19, 2011

ফটোসপে তৈরী করুন পছন্দের আইকন।

http://techtunes.com.bd/graphics-designing/tune-id/22981/আমাদের মধ্যে অনেকে নিজের ফাইল বা ফোল্ডারে বিভিন্ন আইকন ব্যবহার করতে পছন্দ করেন । এই আইকন যদি নিজে তৈরী করা যা্য় তাহলে কেমন হ্য় ? হ্যা আপনি নিজেই আপনার চাহিদা মত আইকন তৈরী করতে পারেন তাও ফটোসপে । এজন্য এখানে ক্লিক করে ছোট্ট ফাইলটি ডাউনলোড করে নিন । এই জিপ ফাইল থেকে ICOFormat.8bi এক্সট্রাক্ট করুন । এখন একে কপি করে Program Files থেকে Adobe\Photoshop CS\Plug-Ins\Adobe Photoshop Only\File Formats এ যান। Photoshop CS ব্যবহার না করলে আপনার ভার্সন অনুযায়ী ডিরেক্টরী দিয়ে যান। এবার File Formats ফোল্ডারে একে পেষ্ট করে বেরিয়ে আসুন। এখন Photoshop খুললে কোনো ফাইল সেভ করার সময় ফরমেটের লিস্টে icon ফরমেটটিও থাকবে।
collection from here

0 comments:

Post a Comment

 

© 2009 Islam And Computing । Science without Religion is Lame, Religion without Science is Blind | Design by: Islam And Computing

^Back to Top